10350

04/25/2025 পানিতে ডুবে কাউন্সিলরের শিশুপুত্রদ্বয়ের মৃত্যু

পানিতে ডুবে কাউন্সিলরের শিশুপুত্রদ্বয়ের মৃত্যু

পটুয়াখালী(বাউফল) থেকে

৩১ আগস্ট ২০২২ ০৩:৪২

পটুয়াখালীর বাউফল উপজেলার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আজিজ সিকদারের দুই ছেলে আব্দুল্লাহ (৪) ও ফাহিম (৩)পানিতে ডুবে মারা গেছে। সোমবার (২৯ আগস্ট) রাত সোয়া ১০টার দিকে বাউফল পৌরশহরের ৮ নম্বর ওয়ার্ডের বাংলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, সোমবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে বাসার সামনে দুই ভাই খেলছিল। এ সময় তারা সবার অগোচরে বাসার পাশের খালে ডুবে যায়। খোঁজাখুঁজির পর রাত সোয়া ১০টার দিকে খালের মধ্য থেকে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। দুই ভাইকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাউফল পৌরসভার মেয়র জিয়াউল হক জুয়েল বিষয়টি নিশ্চিত করে জানান, এমন মৃত্যুর কোনো সান্ত্বনা নেই।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]