10417

04/25/2025 গাসিক মেয়র জাহাঙ্গীরের নামে গ্রেফতারি পরোয়ানা

গাসিক মেয়র জাহাঙ্গীরের নামে গ্রেফতারি পরোয়ানা

গাজীপুর থেকে

৪ সেপ্টেম্বর ২০২২ ০৩:৫৪

গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) সাময়িক বরখাস্ত হওয়া মেয়র জাহাঙ্গীর আলমের নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে।

শনিবার (৩ সেপ্টেম্বর) সকালে ফরিদপুরের আদালত সূত্রে এ তথ্য জানা যায়।এর আগে বুধবার (৩১ আগস্ট) ফরিদপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম ফরিদ উদ্দিন এ আদেশ দেন।

উল্লেখ্য, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের শহীদদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য তার নামে বিভিন্ন জেলায় করা মামলার সংখ্যা এ নিয়ে ৮টিতে দাঁড়িয়েছে। কিছুদিন আগে তার বিরুদ্ধে করা ৭ মামলায় গত ২২ অগাস্ট হাইকোর্ট থেকে সে আগাম জামিন নিয়েছেন।

প্রসঙ্গত, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের শহীদদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য গাসিক মেয়র জাহাঙ্গীরকে গত বছরের ১৯ নভেম্বর দল থেকে বহিষ্কার করে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এর এক সপ্তাহের মাথায় ২৫ নভেম্বর তাকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। মেয়র জাহাঙ্গীর আলমের নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে।

 

 

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]