10418

04/25/2025 মাধ্যমিক পাশ না করেও বিশেষজ্ঞ চিকিৎসক!

মাধ্যমিক পাশ না করেও বিশেষজ্ঞ চিকিৎসক!

ডেস্ক রিপোর্ট

৪ সেপ্টেম্বর ২০২২ ০৪:২৫

নেই শিক্ষাগত যোগ্যতার কোন সনদ। ডাক্তার হিসেবেও নেই কোনো প্রাতিষ্ঠানিক উচ্চতর শিক্ষা। অথচ ৩৫ বছর ধরে চেম্বার খুলে রোগী দেখে যাচ্ছেন এম আর ওয়াদুদ নামের এক ব্যক্তি। এমনকি ডেলিভারির মতো কাজও করেন তিনি।

নামের সাথে বড় করে ‘ডা.’ লিখে উচ্চতর অভিজ্ঞতা হিসেবে ‘মেডিসিন, বক্ষব্যাধি, চর্ম, যৌন, মা ও শিশু, সার্জারি এবং ডেলিভারিতে অভিজ্ঞ’ লিখেছেন। অথচ এই বিষয়ে কোনো ডিগ্রি বা পড়াশোনা নেই তার। এমন ধৃষ্টতার পরিচয় দিয়েছেন কথিত ওয়াদুদ নামের প্রতারক। তিনি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রবিরবাজার এলাকার টিলাগাঁও রোডে নিয়মিত চেম্বার করে রোগী দেখতেন।

অবশেষে তাকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং চেম্বার বন্ধ করতে সতর্ক করেছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। বৃহস্পতিবার (১সেপ্টেম্বের) বিকেলে ভ্রাম্যমাণ আদালত তাকে এ জরিমানা করেন।

জানা গেছে, সম্প্রতি স্থানীয় এক সাংবাদিকের শারীরিক অসুস্থতা দেখা দিলে তাৎক্ষণিকভাবে পার্শ্ববর্তী ওয়াদুদের চেম্বারে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তার ওয়াদুদের গতিপ্রকৃতি দেখে সাংবাদিকের সন্দেহ হয়। আলাপচারিতার এক পর্যায়ে ওয়াদুদকে মেডিসিন, চর্ম, যৌন বিষয়ে কোন ডিগ্রি নেওয়া বা পড়াশোনা করেছেন জানতে চাওয়া হয়।

তিনি জানান, ‘কোনো ডিগ্রি বা কোর্স করিনি, এটা সত্য। পড়াশোনা করে নয়, চিকিৎসা দিতে দিতে এবং দেখতে দেখতে তার অনেক অভিজ্ঞতা হয়েছে। ’

তিনি সাংবাদিককে আরও জানান, ‘তিনি বড় বড় ডাক্তারদের মত অভিজ্ঞ। ডেলিভারি কাজে তার অভিজ্ঞতা রয়েছে। গত দুই আড়াই বছরে তিনি ২০-২৫টি ডেলিভারি করিয়েছেন। ’

বিষয়টি উপজেলা প্রশাসনকে জানালে ভ্রাম্যমাণ আদালত যান ওয়াদুদের চেম্বারে। এসএসসি পাস না করেও কোনো প্রাতিষ্ঠানিক স্বীকৃতি ছাড়াই স্বাস্থ্যসেবার মতো গুরুত্বপূর্ণ কাজ প্রতারণার সাথে চালিয়ে যাওয়ার সত্যতা পান ভ্রাম্যমাণ আদালত। পরে তাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তারসহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]