10437

04/25/2025 সড়ক দুর্ঘটনায় নিহত টাটা গ্রুপের সাবেক চেয়ারম্যান

সড়ক দুর্ঘটনায় নিহত টাটা গ্রুপের সাবেক চেয়ারম্যান

আন্তর্জাতিক ডেস্ক

৫ সেপ্টেম্বর ২০২২ ০৩:৫২

ভারতের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ মহারাষ্ট্রে ভারতীয় বহুজাতিক কোম্পানি টাটা গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান টাটা সন্সের সাবেক চেয়ারম্যান সাইরাস মিস্ত্রি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। রোববার (৪ সেপ্টেম্বর) মহারাষ্ট্রের পালঘরের চাটোরি সেতুর কাছে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সাবেক এই টাটা চেয়ারম্যান।

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির বরাত দিয়ে জানা যায়, টাটা গ্রুপের চেয়ারম্যান হিসেবে রতন টাটার স্থলাভিষিক্ত হওয়া সাইরাস মিস্ত্রি, কোম্পানির পরিচালনা বোর্ডের সদস্যদের অভ্যুত্থানে চাকরিচ্যুত হয়েছিলেন, তিনি মহারাষ্ট্রের পালঘরে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।

মহারাষ্ট্র পুলিশ জানিয়েছে, রোববার (৪ সেপ্টেম্বর) একটি মার্সিডিজ গাড়িতে করে আহমেদাবাদ থেকে মুম্বাই ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন সাইরাস মিস্ত্রি। এ সময় গাড়ির চালকসহ তার সঙ্গে আরও দু’জন সফরসঙ্গী ছিলেন, তারাও এই দুর্ঘটনায় আহত হয়েছেন। পরে আহতদের উদ্ধার করে গুজরাটের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনাস্থলের ছবিতে দেখা যায়, সাইরাস মিস্ত্রিকে বহনকারী সিলভার রঙের মার্সিডিজ গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে।আজ রোববার স্থানীয় সময় বিকেল ৩টা ১৫মিনিট থেকে সাড়ে ৩টার মধ্যে এই দুর্ঘটনা ঘটে।

মুম্বাই থেকে ১৩৫ কিলোমিটার দূরে পালঘরের চাটোরি সেতুর কাছে সড়ক বিভাজকের ওপর গাড়িটি আঘাত হানলে মুহূর্তের মধ্যে সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]