মেট্রো এক্সপ্রেস ট্রান্সপোর্ট ডিপোতে হাজারীবাগ বউবাজার এলাকায় কেমিক্যাল বিস্ফোরণের ঘটনায় দিলিপ কুজুর (২৮) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ২ জনের মৃত্যু হয়েছে।
শেখ হাসিনা জাতীয় বার্ণ ইনস্টিটিউটে এইচডিইউতে চিকিৎসাধীন গত রাতে মারা যান দিলিপ। তার শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং শরীরের ১০ শতাংশ দগ্ধ হয়েছিল। দিলিপ রাজশাহী জেলার টানোর উপজেলার মাসিন্দা গ্রামের মৃত লোকাস কুজুরের ছেলে। মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে ঘটনার দিন রাত দেড় টার দিকে ইলিয়াস (২০) নামে একজন মারা যান। এ ছাড়া আলিম নামে একজন চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থাও আশঙ্কাজনক।
উল্লেখ্য, গত ২৫ সেপ্টম্বর, রোববার দিনগত রাতে এই কেমিক্যাল বিস্ফোরণের ঘটনা ঘটে। ঐ দিন রাতে আহত দগ্ধ দুইজনকে শেখ হাসিনা জাতীয় বার্ণ অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের ভর্তি করানো হয়েছিল।