11326

04/25/2025 ঝগড়ার পর সম্পর্কে রোমান্স বজায় রাখার উপায়

ঝগড়ার পর সম্পর্কে রোমান্স বজায় রাখার উপায়

লাইফস্টাইল ডেস্ক

১১ অক্টোবর ২০২২ ০৫:০০

মাঝে মধ্যে ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া হতেই পারে। তবে অনেক দম্পতি একই বিষয় নিয়ে দিনের পর দিন ঝগড়া করেন। সেক্ষেত্রে দুপক্ষেরই কিছুটা ছাড় দেওয়া আবশ্যক। কারণ নিয়মিত ঝগড়া হলে সেটা খারাপ দিকে যেতে বেশি সময় লাগে না। মাঝেমধ্যে ঝগড়া হলে অপরপক্ষকে মানিয়ে নিতে হবে খুব সহজে।

এটা মাথায় রাখা প্রয়োজন যে আপনি নিজের মতো করে সম্পর্কে থাকলে ঝামেলা হবেই। এমনকী একে অপরের সঙ্গে কথা কাটাকাটিও হওয়া সম্ভব। তাই এই বিষয়টি নিয়ে বেশি ভেবে লাভ নেই। তবে কিছু কিছু ক্ষেত্রে এমন কিছু জিনিস আমরা করতে পারি যাতে ঝগড়ার পরও রোমান্স ঠিক থাকে।

* নিজে থেকে ক্ষমা চেয়ে নিন: কোনো একজনকে তো ক্ষমা চেয়ে নিতেই হবে। সেই ক্ষমা চেয়ে নেওয়ার কাজটা না হয় আপনিই করলেন। আপনি ক্ষমা চেয়ে নিতে পারলেই গুরুতর কিছু সমস্যার সমাধান হয়ে যাবে। এমনকী সম্পর্কে ফিরে আসবে রোমান্স।

* সঙ্গীকে কোনো উপহার দিতে পারেন: প্রতিটি মানুষই উপহার পেতে ভালোবাসেন। তবে সেই উপহার মন মতো হওয়া চাই। তাই ঝগড়ার পর সঙ্গীর মনমতো একটা উপহার কিনে দিতেই পারেন। তাতে দ্রুত সমস্যার সমাধান হয়ে যেতে পারে। এতেই ভালো থাকতে পারবেন আপনারা।

* কাজে সহযোগিতা করুন: সঙ্গী রেগে থাকলে তার সঙ্গে কাজ করুন। ঘরের কাজে তাকে সহযোগিতা করুন। দুজনে একসঙ্গে কাজ করতে পারলে খুব সহজেই সমস্যার সমাধান হয়ে যায়। তাই নিজের মতো করে আপনি সমস্যার সমাধান করে দিতে পারেন।

* ভুল থেকে শিক্ষা নিন: ভুল একবার করলে তা ভুল থাকে। তবে নিয়মিত করতে থাকলে তা ভুলের বদলে অপরাধ হয়ে যায়। এই বিষয়টা খেয়াল রাখুন।

* কোথাও ঘুরে আসুন: প্রতিদিনের ধরাবাধা রুটিন থেকে বেরিয়ে কোথাও ঘুরে আসুন। এতে অনেক গুরুতর সমস্যার সমাধান হয়ে যায়। সেখানে গিয়ে নিজেদেরকে আবার ফিরে পেতে পারেন। এতে রোমান্সেরও কমতি হবে না।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]