পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ভারতের সীমান্তরক্ষী বাহিনীর হাতে বাংলাদেশি হত্যা দুঃখজনক। ভারত যদি বাহিনীকে নিয়ন্ত্রণ করতে না পারে, বিষয়টি তাদের জন্য লজ্জার।
সোমবার (১০ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
সীমান্তে বাংলাদেশি হত্যা নিয়ে প্রশ্ন করা হলে তিনি আরও বলেন, ক'দিন পরপর সীমান্তে লোক মারা যায়। এটি খুবই দুঃখজনক। যদিও দুই দেশের সর্বোচ্চ পর্যায় থেকে সিদ্ধান্ত হয়েছে, একটা লাশও সীমান্তে দেখতে চাই না। এর পরও হত্যাকাণ্ড ঘটছে।
চীনের রাষ্ট্রদূতের তিস্তা বাঁধ দেখতে যাওয়া নিয়ে প্রশ্ন উঠলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ১৯৮৮-৮৯ সালে বাংলাদেশে বড় বন্যা হয়। তখন বাংলাদেশের বিশেষজ্ঞ দল বন্যা নিয়ন্ত্রণে গবেষণা করেছিল। গবেষণায় তিস্তার বিষয়টি ছিল। কিন্তু তখন বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পটি হাতে নেওয়া হয়নি, কারণ অনেক অর্থের দরকার ছিল।
মিয়ানমার নিয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মাঝে মাঝে কিছু গোলা বাংলাদেশে পড়ছে। ব্যাপারটি নিয়ে মিয়ানমার সরকারকে একাধিকবার বলেছি। তারা আশ্বাস দিয়েছে।