11404

04/25/2025 গণধর্ষণের শিকার সেই বিউটিশিয়ানকে ফরেনসিকে পাঠানো হবে

গণধর্ষণের শিকার সেই বিউটিশিয়ানকে ফরেনসিকে পাঠানো হবে

ডেস্ক রিপোর্ট

১৩ অক্টোবর ২০২২ ২২:০৬

রাজধানীতে গণধর্ষণের শিকার বিউটিপার্লারের সেই নারীকর্মীকে ফরেনসিক করানো হবে। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি'র) সমন্বয়ক ডাক্তার বিলকিস বেগম তার ফরেনসিক করবেন।

ওসিসি'র সমন্বয়ক ডাক্তার জানান, ‘যতোটুকু জানতে পেরেছেন, তার অভিযোগ ছিল তাকে দলবেধে ধর্ষণ করা হয়েছে। তার মধ্যে মেয়েটি অন্তঃসত্ত্বা। আজই তার ফরেনসিক করানো হবে, এরই মধ্যে ডিএনএ প্রোফাইলিংয়ের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। আল্ট্রাসনোগ্রাম করা হবে, তাতে জানাযাবে সে কয় মাসের অন্তঃসত্ত্বা ছিল এবং তার অবস্থা কেমন আছে।’

উল্লেখ্য, গত মঙ্গলবার (১১ অক্টোবর) শেরে বাংলা নগর থানার শুক্রাবাদ এলাকায় পার্লারের হোম সার্ভিসের জন্য তাকে ডেকে নিয়ে যান এক নারী। পরে ওই বাসায় তাকে আটকে রেখে মারধর করে জোরপূর্বক দলবেধে একে একে তিনজন তাকে ধর্ষণ করেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]