11406

04/27/2025 সড়ক দুর্ঘটনায় রাজধানীর বকশি বাজারে নিহত ১

সড়ক দুর্ঘটনায় রাজধানীর বকশি বাজারে নিহত ১

ডেস্ক রিপোর্ট

১৩ অক্টোবর ২০২২ ২২:২১

রাজধানীর বকশি বাজারে সড়ক দুর্ঘটনায় আহত এক যুবক চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলে মারা গেছেন। নিহতের নাম আরিফ হোসেন (৩০)।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকাল ৭টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে তার মৃত্যু হয়। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত ১টার দিকে এক পথচারী ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।

ওই যুবক জানিয়েছেন, একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দিয়েছে। আহত অবস্থায় পড়ে থাকতে দেখে তিনি তাকে হাসপাতালে নিয়ে এসেছেন। তার মরদেহটি মর্গে রাখা হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]