রাজধানী গুলশান-১ নম্বরের একটি বাড়িতে অগ্নিকাণ্ডে সৃষ্ট ধোঁয়ায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- ওবায়দুল হক (৭২) ও তার স্ত্রী জাহানারা বেগম (৭১)।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিকেলে গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরমান আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার (১২ অক্টোবর) দিবাগত রাতে গুলশান ১ নম্বরের ৭ নম্বর রোডের একটি ছয়তলা ভবনের পঞ্চম তলার একটি বাসায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুনে সৃষ্ট ধোঁয়ায় বাসাটিতে থাকা স্বামী-স্ত্রী অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাদের উদ্ধার করে গুলশান- ২ নম্বরে অবস্থিত বেসরকারি ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহতদের শরীরে অগ্নিদগ্ধ হওয়ার কোনো চিহ্ন পাওয়া যায়নি। মরদেহের ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এদিকে এ বিষয়ে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, বুধবার (১২ অক্টোবর) দিবাগত রাত ২টা ৫৫ মিনিটে বাসাটিতে আগুন লাগে বলে তারা খবর পায়। খবর পেয়ে ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণের পর বাসার বেডরুম থেকে অচেতন অবস্থায় স্বামী-স্ত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।