11499

04/26/2025 পুলিশ বক্সে হামলার ঘটনায় আরও ৯ রিকশাচালক রিমান্ডে

পুলিশ বক্সে হামলার ঘটনায় আরও ৯ রিকশাচালক রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক

১৭ অক্টোবর ২০২২ ০৩:৩৭

রাজধানীর মিরপুরে পুলিশ বক্সে হামলার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার আরও ৯ ব্যাটারিচালিত রিকশাচালককে বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (১৬ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালত শুনানি শেষে রিমান্ডের এ আদেশ দেন।

রিমান্ডে নেওয়া ৯ জন হলেন- জনি ইসলাম, রাসেল মিয়া, সুরুজ কাঙ্গালী, আক্তার, শমসের উদ্দিন, রনি, কালিম, মাসুদ রানা ও শাম।

তাদের মধ্যে প্রথম দুজনের দুই দিনের এবং শেষের সাতজনের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

একই ঘটনায় শনিবার (১৫ অক্টোবর) ব্যাটারিচালিত ১১ রিকশাচালকের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসীর আদালত তাদেরকে দুই দিনের মেয়াদে রিমান্ড আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর জোনাল টিমের এসআই (নিরস্ত্র) কামাল পাশা আসামিদের আদালতে হাজির করে মিরপুর মডেল থানায় করা মামলায় প্রত্যেকের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের রিমান্ডের আদেশ দেন বলে জানিয়েছেন আদালতে সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখার উপ-পরিদর্শক জালাল উদ্দিন মীর।

উল্লেখ্য, গত শুক্রবার রাজধানীর মিরপুরে ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে পুলিশের অভিযানে ক্ষুব্ধ চালকরা ৫টি ট্রাফিক পুলিশ বক্সে হামলা করে। হামলায় মিজানুর রহমান নামে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। এই ঘটনায় পল্লবী থানায় একটি মামলা হয়েছে। মামলায় পুলিশের কাজে বাধা ও সরকারি সম্পত্তি নষ্ট করার অভিযোগ আনা হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]