11590

04/25/2025 মশা নিয়ন্ত্রণে ডিএনসিসির অভিযান শুরু

মশা নিয়ন্ত্রণে ডিএনসিসির অভিযান শুরু

ডেস্ক রিপোর্ট

১৯ অক্টোবর ২০২২ ২২:৩৪

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এডিস মশা নিয়ন্ত্রণে বিশেষ মশক নিধন অভিযান শুরু করেছে।

বুধবার (১৯ অক্টোবর) সকাল ১০টায় মগবাজার চৌরাস্তায় এ অভিযানের উদ্বোধন করেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা।

উদ্বোধনী অনুষ্ঠানে এডিস মশার প্রজনন ধ্বংসে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানান বক্তারা। এছাড়া অভিযান শুরুর আগে শোভাযাত্রা করে এডিস মশা নিধনে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বিগ্রেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমানসহ সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]