11704

04/27/2025 ধানমন্ডি লেকপাড় থেকে রক্তাক্ত মরদেহ উদ্ধার

ধানমন্ডি লেকপাড় থেকে রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

২৩ অক্টোবর ২০২২ ২১:৩৪

মো. শাহাদাত হোসেন মজুমদার (৫১) নামে এক মেরিন ইঞ্জিনিয়ারের মরদেহ রাজধানীর ধানমন্ডি লেকপাড় থেকে উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২২ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে ধানমন্ডি থানা পুলিশ এ মরদেহ উদ্ধার করে।

নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ময়নাতদন্তের জন্য রোববার (২৩ অক্টোবর) সকালে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত শাহাদাত চাঁদপুরের হাজীগঞ্জের আব্দুল বারী মজুমদারের ছেলে। বর্তমানে তিনি রাজধানীর কলাবাগান এলাকায় বসবাস করতেন।

পরিবারের বরাতে পুলিশ জানিয়েছে, রাতে লেকে হাঁটতে বের হয়েছিলেন আব্দুল বারী মজুমদার। সেসময় ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে ছুরিকাঘাত করা হতে পারে।

ধানমন্ডি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. বিল্লাল হোসেন জানান, ধানমন্ডি লেকপাড়ে মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


তিনি বলেন, ‘ধারণা করা হচ্ছে, তাকে ছুরিকাঘাতে হত্যা করে ফেলে রাখা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]