11857

04/25/2025 হৃদরোগে আক্রান্ত আমির খানের মা

হৃদরোগে আক্রান্ত আমির খানের মা

বিনোদন ডেস্ক

৩১ অক্টোবর ২০২২ ২২:৫৯

বলিউড অভিনেতা আমির খানের মা জিনাত হোসেন হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

সম্প্রতি কিছুদিন ধরেই সেলিব্রেশনের মুডে দেখা যাচ্ছে না আমির খানকে। অনেকেই ভেবেছিলেন লাল সিং চাড্ডার ব্যর্থতার জেরে নিজেকে গুটিয়ে নিয়েছেন তিনি। তবে পরে জানা গেল তার মায়ের শারীরিক অবস্থার কথা।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, আমির খান এবং তার পুরো পরিবার দিওয়ালিতে পঞ্চগনীর ফার্ম হাউজে ছিলেন। সেখানেই হৃদরোগে আক্রান্ত হন আমিরের মা। তারপরই তড়ঘড়ি মাকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে নিয়ে যান। এরপর থেকে সারাক্ষণ মাকে আগলে রাখছেন আমির।

শুরুতে পরিবারের লোকদেরও সেভাবে মায়ের অসুস্থতার খবর জানাননি আমির। তবে এখন মায়ের শরীর অনেকটা ভালো। সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গ কাজ করছে ঠিকঠাক।

উল্লেখ্য, আমির খান প্রয়াত চলচ্চিত্র নির্মাতা তাহির হুসেন ও জিনাতের ছেলে। তার এক ভাই ফয়সাল খান। চলতি বছরের জুন মাসে মায়ের জন্মদিন পালন করেন আমির।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]