11893

04/27/2025 ডিসেম্বরেই বিয়ে হানসিকার

ডিসেম্বরেই বিয়ে হানসিকার

বিনোদন ডেস্ক

৩ নভেম্বর ২০২২ ০১:০৬

হৃতিক রোশান অভিনীত ‘কোই মিল গ্যায়া’ সিনেমাটিতে ছোট্ট টিনা চরিত্র দর্শকের মন কেড়েছিল। আর এ চরিত্রে অভিনয় করেছিলেন হানসিকা মাতওয়ানি। ছোট্ট সেই টিনা আর ছোট নেই, তার বয়স এখন ৩১ বছর। যদিও শিশুশিল্পী থেকে নায়িকা হয়েও হানসিকা বেশ আগেই বলিউড ও তামিল ছবিতে নিয়মিত কাজ করেছেন। নতুন খবর হলো, হানসিকা প্রেমিকের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। কিছুদিন আগেই এ তথ্য জানিয়েছেন তিনি। এবার জানা গেল, ভালো বন্ধুর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন হানসিকা। আর তাকেই বিয়ে করছেন এই নায়িকা। হানসিকার হবু বরের নাম সোহেল কাঠুরিয়া। তিনি হংসিকার ব্যবসায়িক পার্টনার এবং ভালো বন্ধু।

আগামী ২রা ডিসেম্বর জয়পুরে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়ে চলবে ৪ঠা ডিসেম্বর পর্যন্ত। বিয়েতে দুই পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন। জয়পুরের মুন্ডোটা ফোর্ট অ্যান্ড প্যালেস বিয়ের ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে। এখন বিয়ের প্রস্তুতি চলছে। টিভি সিরিয়ালে শিশুশিল্পী হিসেবে অভিনয় ক্যারিয়ার শুরু করেন হানসিকা। পরে চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে নাম লেখান। ২০০৭ সালে তেলেগু ভাষার ‘দেশামুড়ুরু’ সিনেমায় প্রথম নায়িকা চরিত্রে অভিনয় করেন। তারপর বলিউডেও কাজ করেন। বর্তমানে তামিল-তেলেগু ভাষার বেশকিছু সিনেমার কাজ তার হাতে রয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]