11959

04/25/2025 আইসিইউতে গায়ক আকবর

আইসিইউতে গায়ক আকবর

বিনোদন ডেস্ক

৭ নভেম্বর ২০২২ ০০:৪৫

সংকটাপন্ন অবস্থায় আইসিইউতে রয়েছেন সংগীতশিল্পী আকবর। শারীরিক অবস্থার অবনতি হলে গতকাল শনিবার (৫ নভেম্বর) দুপুরে আকবরকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে (বারডেম) ভর্তি করা হয়। দীর্ঘদিন ধরে নানান রোগের সঙ্গে লড়তে থাকা আকবরের অবস্থা এখন সংকটাপন্ন। গায়ক আকরের স্ত্রী কানিজ ফাতেমা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চিকিৎসার জন্য আকবরের শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার দুপুরে হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি আইসিইউতে সংকটাপন্ন অবস্থায় আছেন। আকরের স্ত্রী বলেন, ডাক্তার জানিয়েছেন আকবরের লাইফ সাপোর্ট লাগতে পারে। অবস্থা অনেক খারাপ। কিডনি ও লিভারের সমস্যা বেড়ে গেছে। অক্সিজেন লেভেলও কম।

সবাই তার জন্য দোয়া করবেন। এদিকে গত দুই বছর ধরে কিডনি, ডায়াবেটিস, জন্ডিস, রক্তের প্রদাহসহ নানা শারীরিক জটিলতায় ভূগছেন গায়ক আকবর। এসবের চিকিৎকসা করেও সেরে উঠতে পারছিলেন না তিনি। দুটি কিডনি বিকল হয়ে যাওয়ায় শরীরে পানি জমে ডান পা নষ্ট হয়ে গিয়েছিল। সপ্তাহ দুই আগে অস্ত্রোপচারের মাধ্যমে সেই পা কেটে ফেলা হয়। পা কাটার পর তার কিডনি ও লিভারের সমস্যা আরও বেড়ে যাওয়ায় তাকে ভারতে নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই তিনি আরও অসুস্থ হয়ে পড়েন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]