মালেতে অগ্নিকাণ্ডে দুই বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। বাংলাদেশিদের নিহতের ঘটনায় সমবেদনা জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে ফোন করেছেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ শহীদ।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয় এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনকে ফোন করে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটি একটি দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে এবং ঘটনার তদন্ত করা হচ্ছে।
ড. মোমেন নিহত বাংলাদেশিদের পরিচয় নিশ্চিত করতে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করেন। মোমেন এ দুর্ঘটনায় নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
বৃহস্পতিবার ভোরে মালদ্বীপের রাজধানী মালেতে একটি গ্যারেজে আগুন লেগে প্রাণহানির ঘটনা ঘটে। এতে আগুনে পুড়ে ১০ জন নিহত হওয়ার খবর এসেছে গণমাধ্যমে।