12131

04/30/2025 ব্যাংককে কী করছেন মিথিলা?

ব্যাংককে কী করছেন মিথিলা?

বিনোদন ডেস্ক

১৩ নভেম্বর ২০২২ ০৬:১৮

দেশের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা গত ছয় মাসের মধ্যে তিন মাসই ছিলেন আফ্রিকায়। নিজের কাজের অংশ হিসেবেই সেখানে ছিলেন তিনি। তবে গত কয়েক দিন ধরে থাইল্যান্ডে আছেন অভিনেত্রী। দেশটির রাজধানী ব্যাংককে এই ট্যুরে মিথিলার সঙ্গে আছেন তার বাবা-মা, কন্যাসহ পরিবারের আরও সদস্য।

ব্যাংককে কী করছেন মিথিলা? জানতে চাইলে আজ শনিবার দুপুরে অভিনেত্রী বলেন, ‘ব্যাংককে আমাদের পারিবারিক একটা ট্যুর চলছে। আমরা ভাই বোনরা, বাবা-মা, আইরা, ইরেশ ভাইসহ সবাই এখানে ঘুরতে এসেছি। এখানেই আমরা ইরেশ ভাইয়ের জন্মদিন পালন করেছি। এখন তো প্রত্যেকেই অনেক ব্যস্ত। এমন ট্যুরগুলোর মাধ্যমে সবাই সবাইকে ভালোভাবে সময় দিতে পারি, পারিবারিক আড্ডা-গল্পে মেতে উঠতে পারি। সবাই দারুণ উপভোগ করছি।’

মিথিলা জানান, ব্যাংককে গিয়ে একটি কনসার্ট দেখে ভীষণ উচ্ছ্বসিত তিনি। গত ৯ নভেম্বর তারা সবাই ‘গানস অ্যান্ড রোজেস’ ব্যান্ডের কনসার্ট দেখেছেন। এর আগে পৃথিবীর আরও অনেক বিখ্যাত ব্যান্ডের কনসার্ট দেখলেও এবারই প্রথম বিখ্যাত রক-মেটাল এই ব্যান্ডের পারফরমেন্স সরাসরি উপভোগ করেছেন তারা। প্রায় ৩ ঘণ্টা ধরে ব্যাংককের একটি স্টেডিয়ামে ব্যান্ডটির গানে বুঁদ ছিলেন মিথিলাসহ তার পরিবারের সদস্যরা।

মিথিলার ভাষ্য, “ছোটবেলা থেকে যে ব্যান্ডগুলোর গান শুনে বড় হয়েছি সেগুলোর মধ্যে অন্যতম ‘গানস অ্যান্ড রোজেস’। অনেক দিনের ইচ্ছা ছিলো তাদের কনসার্ট দেখার। এই বয়সে এসে তারা যেভাবে পারফর্ম করেছেন জাস্ট মুগ্ধ হয়েছি। তবে সবচেয়ে বেশি চমকে গেছি স্ল্যাশের গিটার বাজানো দেখে। এই বয়সে এসেও তিনি যেভাবে গিটার বাজিয়েছেন তা সত্যিই বিস্ময়কর! কী চমৎকার, কী অপূর্ব বাজিয়েছেন! অন্যরকম এক ঘোরের মধ্যে চলে গিয়েছিলাম।’

এই তারকা আরও জানান, শিগগিরই তিনি ব্যাংকক থেকে আবার আফ্রিকায় উড়াল দেবেন। সেখানে চলমান প্রজক্টের আরও কিছু কাজ বাকি। সেটা শেষ করেই ফিরবেন দেশে। যাবেন কলকাতায়ও। করবেন বেশ কিছু নতুন প্রজেক্টের কাজ।’

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]