12222

04/30/2025 বিবাহবার্ষিকীতে দীপিকাকে বিশেষ চমক দিলেন রণবীর

বিবাহবার্ষিকীতে দীপিকাকে বিশেষ চমক দিলেন রণবীর

বিনোদন ডেস্ক

১৬ নভেম্বর ২০২২ ২২:১৯

বলিউডের দর্শকপ্রিয় দুই তারকা রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন বিবাহ বন্ধনে আবদ্ধ হন গত ২০১৮ সালের ১৪ নভেম্বর। সদ্য গিয়েছে তাদের চতুর্থ বিবাহবার্ষিকী। এদিন স্ত্রী দীপিকাকে বিশেষ চমক দিয়েছিলেন রণবীর। নিজের অফিসেই বিবাহবার্ষিকী উদযাপন করেছেন তারা।

সম্প্রতি সামাজিক মাধ্যমে এমন মুহূর্তের একটি ছবি পোস্ট করেছেন বলিউড অভিনেতা রণবীর সিং। পোস্টের ক্যাপশনে এই অভিনেতা লিখেছেন, ‌‘যখন বিবাহবার্ষিকীতেও ওর (দীপিকা পাড়ুকোন) কাজ থাকে, তখন অফিসেই ওকে চমক দিতে হয়।’ আরও লিখেছে, ‘কখনো ফুল আর চকলেটের ক্ষমতাকে খাটো করে দেখবেন না।’

২০১৮ সালের ১৪ নভেম্বর বিয়ে করেন এই দুই তারকা। ইতালির লেক কোমোতে গিয়ে ডেস্টিনেশন ওয়েডিং সারেন দীপিকা-রণবীর। তারপর কেটে গেছে ৪ বছর। কিছুদিন আগেই দুই তারকার বিচ্ছেদের খবরে জল্পনা শুরু হয় দর্শকদের মধ্যে। কিন্তু সমস্ত জল্পনা, গুঞ্জনকে মিথ্যে প্রমাণ করে ফের একসঙ্গে ক্যামেরার সামনে হাজির হন তারা।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]