12231

05/07/2025 আগামী বছর ঢাকায় আস‌ছেন এরদোয়ান

আগামী বছর ঢাকায় আস‌ছেন এরদোয়ান

নিজস্ব প্রতিবেদক

১৭ নভেম্বর ২০২২ ০২:২৩

আগামী বছর তুরস্কের জাতীয় নির্বাচনের পর বাংলা‌দেশ সফর কর‌বেন দেশ‌টির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।

বুধবার (১৬ ন‌ভেম্বর) সেন্টার ফর গর্ভন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘মিট দ্য অ্যাম্বাসেডর’ অনুষ্ঠানে এ তথ‌্য জানান ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান।

রাষ্ট্রদূত ব‌লেন, তুর‌স্কের প্রেসি‌ডেন্ট‌কে ঢাকা সফ‌রের জন‌্য বাংলা‌দে‌শের পক্ষ থে‌কে আমন্ত্রণ জানানো হয়েছে। আমরা আশা করছি, আগামী বছর তুরস্কের জাতীয় নির্বাচনের পর যেকোনো সময়ে ঢাকা সফর করবেন প্রেসিডেন্ট এরদোয়ান।

সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের নির্বাহী পরিচালক জিল্লুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অর্থনীতিবিদ, রাজনীতিবিদ, কূটনীতিক ও শিক্ষাবিদসহ বিভিন্ন শ্রেণির ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]