12440

04/25/2025 পল্টনে ১০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

পল্টনে ১০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক

২৫ নভেম্বর ২০২২ ০০:৩৫

রাজধানীর পল্টন মডেল থানা এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্টন মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃতের নাম মো. সুলতান। তার বাড়ি কক্সবাজারের টেকনাফ উপজেলায়। পল্টন মডেল থানার ওসি মো. সালাহউদ্দীন মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার (২৩ নভেম্বর) রাত পৌনে ১ টায় পল্টন মডেল থানা এলাকা থেকে অভিযান পরিচালনা করে ১০ হাজার পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।

পল্টন মডেল থানার ওসি মো. সালাহউদ্দীন মিয়া জানান, গ্রেপ্তারকৃত সুলতান কক্সবাজার এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রয় করে থাকে।

তিনি আরও বলেন, সুলতানের নামে রমনা মডেল থানায়, নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় ও ডিএমপি’র পল্লবী থানায় আরও একটি করে মাদকের মামলা রয়েছে। ডিএমপি’র পল্টন মডেল থানায় তার নামে মামলা দায়ের করা হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]