12851

04/25/2025 ‘বেশরম রং’-এর বিরুদ্ধে সুর ‘চুরি’র অভিযোগ

‘বেশরম রং’-এর বিরুদ্ধে সুর ‘চুরি’র অভিযোগ

বিনোদন ডেস্ক

১৫ ডিসেম্বর ২০২২ ০৩:৫৩

সোমবার (১২ ডিসেম্বর) মুক্তি পেয়েছে ‘পাঠান’ ছবির প্রথম গান ‘বেশরম রং’। শাহরুখ-দীপিকার বোল্ড অবতারে কুপোকাত নেটিজেনরা। কেউ বাহবা দিচ্ছেন আবার কেউবা করছেন সমালোচনা। মোটকথা, চর্চার কেন্দ্রে পাঠান।

‘বেশরম রং’ গানটি প্রকাশ্যে আসার পর দীপিকা পাড়ুকোনের পোশাক নিয়ে আপত্তি তুলেছেন নেটিজেনদের বড় অংশ। এমনকি পাঠান বয়কটের ডাকও উঠেছে। এই পরিস্থিতিতে নেটিজেনদের একাংশ ‘বেশরম রং’ গানটির খুঁত খুঁজে বের করল।

ভয়াবহ অভিযোগ উঠল গানটির সংগীত পরিচালক বিশাল-শেখরের বিরুদ্ধে। দাবি করা হচ্ছে, ‘পাঠান’ ছবির প্রথম গানটির সুর সংগীতশিল্পীদের নিজস্ব সৃষ্টি নয়। বরং ফরাসি গায়িকা তথা কম্পোজার জেইনের ‘মাকেবা’ গানের সুর টুকে দিয়েছেন বিশাল দাদলানি এবং শেখর রভজিভানি।

‘চুরি’র অভিযোগে বিশাল এবং শেখরের নিন্দা করতে ছাড়ছেন না অনেকে। ‘বেশরম রং’ এবং ‘মাকেবা’র ভিডিও পাশাপাশি জুড়ে ‘চুরি’র প্রমাণও দেখিয়েছেন অনেকে। স্বাভাবিকভাবেই পাঠান ছবির গোটা টিমকে ধিক্কার জানাচ্ছেন নেটিজেনদের একাংশ।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]