13079

04/28/2025 ধীরে ধীরে মেট্রোরেল আরও সম্প্রসারিত হবে : তথ্যমন্ত্রী

ধীরে ধীরে মেট্রোরেল আরও সম্প্রসারিত হবে : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

২৮ ডিসেম্বর ২০২২ ০৩:২১

রাজধানীবাসীর স্বপ্নের মেট্রোরেল উদ্বোধন হবে বুধবার (২৮ ডিসেম্বর)। প্রথমে দিয়াবাড়ী থেকে আগারগাঁও পর্যন্ত অংশ চালু হলেও ধীরে ধীরে এ মেট্রোরেল আরও সম্প্রসারিত হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

মেট্রোরেলের ভাড়া নিয়ে কেউ-কেউ প্রশ্ন তুলেছেন, এ বিষয়ে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, মেট্রোরেলের মাসিক ভাড়া কিন্তু অনেক কম। সাধারণ টিকিট করলে এক ধরনের ভাড়া, আবার মাসিক করলে কতটুকু কম তা আমি ঠিক এ মুহূর্তে জানি না, তবে অনেক কম। আবার যদি ত্রৈমাসিক বা সাপ্তাহিক করে সেক্ষেত্রেও অনেক কম।

তিনি বলেন, যারা প্রতিদিন ওই রুট ব্যবহার করবেন তাদের ক্ষেত্রে যদি মাসিক করা হয় তাহলে সেটি অনেক কম। মেট্রোরেল চালু হচ্ছে এটাই খুশির বিষয়। আমাদের দেশে কেউ ভাবেনি এভাবে মেট্রোরেল হবে। আগামীকাল প্রধানমন্ত্রী উদ্বোধন করতে যাচ্ছেন। ধীরে-ধীরে এ মেট্রোরেল আরও সম্প্রসারিত হবে।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি জানান, বিএনপি মহাসচিবসহ সিনিয়র নেতাদের ডিভিশন দেওয়া হয়েছে। তাদের জামিন দেওয়ার বিষয়টি আদালতের এখতিয়ার।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]