ভারতের উত্তর ২৪ পরগনার পেট্রাপোল সীমান্তে এক কোটি ৯৩ লাখ ৮১ হাজার ৭৩৯ টাকার সোনার বিস্কুট জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুই বাংলাদেশিকে আটক করা হয়েছে।
আগরতলা থেকে ঢাকা হয়ে কলকাতাগামী একটি বাস থেকে এই সোনা জব্দ করা হয়।
কলকাতার সংবাদমাধ্যম আনন্দবাজার লিখেছে- আগাম সংবাদের ভিত্তিতে বাসটি পেট্রাপোল সীমান্তে পৌঁছালে তল্লাশি চালানো হয়। তল্লাশি চালিয়ে ওই বাস থেকে ৩০টি সোনার বিস্কুট জব্দ করা হয়।
বিএসএফ সূত্র দিয়ে আনন্দবাজারের প্রতিবেদনে আরও লেখা হয়েছে- এ ঘটনায় যে দুজনকে আটক করা হয়েছে তারা হলেন বাসের বাংলাদেশি চালক মোহাম্মদ ফরহাদ ও কন্ডাক্টর মোহাম্মদ ওমর ফারুক। বিএসএফের দাবি, ফরহাদ ও ফারুক জানিয়েছে, সোনার বিস্কুট তারা ঢাকার এক চোরাকারবারির কাছ থেকে নিয়ে কলকাতার নিউ মার্কেটে এক ব্যক্তির কাছে পৌঁছে দিতে যাচ্ছিলেন। এর জন্য তাদের ১০ হাজার টাকা পাওয়ার কথা ছিল।