13383

04/28/2025 স্ত্রীর সঙ্গে ঝগড়া করে স্বামীর আত্মহত্যা

স্ত্রীর সঙ্গে ঝগড়া করে স্বামীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক

১৪ জানুয়ারী ২০২৩ ২৩:২০

রাজধানীর রামপুরা টিভি সেন্টারের পাশে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে মনোয়ার আদিব (৩০) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

শুক্রবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষার শেষে মৃত ঘোষণা করেন।

মনোয়ার আদিবের ফুপা আবুল হোসেন বলেন, মনোয়ার একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। গতকাল রাতে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়ে। পরে স্ত্রীকে রুম থেকে বের করে ভেতর থেকে দরজা লাগিয়ে দেয় মনোয়ার। পরে ডাকাডাকি করলে দরজা না খোলায় স্ত্রীর ডাক-চিৎকারে আশপাশের লোকজন এসে দরজা ভেঙে দেখে ফ্যানের সঙ্গে ঝুলছে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, তার বাড়ি বরিশালের বাকেরগঞ্জ থানার দারিয়াল গ্রামে। স্ত্রীকে নিয়ে ওই বাসাতেই থাকতেন মনোয়ার।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ ঘটনা রামপুরা থানাকে জানানো হয়েছে। বিষয়টি তারা তদন্ত করছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]