13717

05/01/2025 পূরণ হলো প্যারিসের স্বপ্ন, প্রথমবারের মতো মা হলেন ৪১ বছর বয়সে

পূরণ হলো প্যারিসের স্বপ্ন, প্রথমবারের মতো মা হলেন ৪১ বছর বয়সে

বিনোদন ডেস্ক

২৬ জানুয়ারী ২০২৩ ০২:১৬

ব্যক্তিগত জীবন থেকে ক্যারিয়ার—নানা উত্থান-পতনের মধ্য দিয়ে গিয়েছেন প্যারিস হিলটন। বছর দুই আগে যখন কার্টার রিউমকে বিয়ে করেন, তখন দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন তিনি। ৪০তম জন্মদিনে দেওয়া আরেকটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, এবার মা হতে চান তিনি। তাঁর সেই স্বপ্ন পূরণ হয়েছে অবশেষে। আজ সকালে মা হওয়ার খবর জানিয়েছেন এই টিভি তারকা।

নিজের ইনস্টাগ্রামে মা হওয়ার খবর জানিয়ে প্যারিস লিখেছেন, ‘তুমি এর মধ্যেই ভালোবাসায় ডুবে আছ, যা ভাষায় প্রকাশ করা যায় না।’ সঙ্গে দিয়েছেন সন্তানের আঙুল ধরে থাকা একটি ছবি। স্বভাবতই তাঁর পোস্টটিতে ব্যাপক প্রতিক্রিয়া দেখিয়েছেন ভক্তরা। প্রতিক্রিয়া জানিয়েছেন অনেক তারকা। অভিনন্দন জানিয়ে গায়িকা ডেমি লোভাটো লিখেছেন, ‘অভিনন্দন বোন’।

এর আগেই প্যারিস জানিয়েছেন, পুত্রসন্তানের মা হতে চলেছেন তিনি। মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সারোগেসি পদ্ধতিতে মা হয়েছেন প্যারিস। মা হওয়ার আগে পিপলডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘মা হওয়া ছিল আমার সব সময়ের স্বপ্ন। আমি খুবই আনন্দিত যে আমি ও কার্টার একে অন্যকে খুঁজে পেয়েছি।’

গত বছরের ডিসেম্বরে প্রথমবারের মতো প্যারিস হিলটন জানান, তিনি সারোগেসি পদ্ধতিতে মা হতে চলেছেন। তিনি আরও জানিয়েছেন, তিনি ও কার্টার কোভিডের মধ্যেই এই প্রক্রিয়া শুরু করেছেন।

২০২১ সালের ১৭ ফেব্রুয়ারি নিজের ৪০তম জন্মদিনে কার্টার রিউমের সঙ্গে বাগদান সারেন। সেই ছবি দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছিলেন, ‘আমি আমার আত্মার সঙ্গীকে খুঁজে পেয়েছি। যখন তুমি তোমার হৃদয়ের সহযাত্রীকে খুঁজে পাও, সেই অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না। কার্টার এক পায়ে হাঁটু গেড়ে বসল আর জিজ্ঞেস করল, আমি ওর সঙ্গে বাকি জীবন কাটাতে চাই কি না।’

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]