স্পেনে ছুরি হামলায় একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দ্য সানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, এ ঘটনার পর পুলিশ হামলাকারীকে আটক করেছে। তবে তার পরিচয় বা হামলার উদ্দেশ্য জানা যায়নি। স্পেনের দক্ষিণাঞ্চলীয় শহর আলজেসিরাসে ছুরি হামলার ঘটনা ঘটে।
বুধবার (২৫ জানুয়ারি) স্থানীয় সময় রাত ৮টার দিকে শহরের দুইটি গির্জায় এ হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এক ব্যক্তি একটি বড় ছুরি নিয়ে শহরের একটি গির্জায় প্রবেশ করেন। এরপর তিনি ছুরি দিয়ে আশপাশের অনেককে কুপিয়ে জখম করেন। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন।
প্রথম গির্জায় হামলা চালানোর পর সেখান থেকে বের হয়ে কাছের আরেকটি গির্জায় যায় ওই হামলাকারী। সেখানেও গির্জায় প্রার্থনারত অবস্থায় তাদের ওপর ছুরি নিয়ে হামলা চালায় সে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হামলাকারীকে আটক করে।
গ্রেফতারকৃত হামলাকারীর পরিচয় প্রকাশ করেনি পুলিশ। কী কারণে তিনি হামলা চালিয়েছেন তাও জানা যায়নি। এটি সন্ত্রাসী হামলা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।