13766

05/10/2025 দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

চাঁপাইনবাবগঞ্জ থেকে

২৭ জানুয়ারী ২০২৩ ০২:৫৪

চাঁপাইনবাবগঞ্জে দুইটি মোটরসাইকেলের সংঘর্ষে নুরুল ইসলাম (৫২) নামে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুর ১টার দিকে জেলার সদর উপজেলার ইসলামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নুরুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের বিশেষ শাখার (এসবি) উপপরিদর্শক (এসআই) পদে কর্মরত ছিলেন।

২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ আনোয়ার রফিক বলেন, দুপুর ১টার দিকে ইসলামপুর এলাকায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নুরুল ইসলাম নামে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। তাকে দুপুর দেড়টার দিকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়। মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) একেএম আলমগীর জাহান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]