14005

05/06/2025 মধ্য আফ্রিকার ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী রোকা বোটেই

মধ্য আফ্রিকার ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী রোকা বোটেই

আন্তর্জাতিক ডেস্ক

২ ফেব্রুয়ারি ২০২৩ ০৩:০৬

ইনকুয়াটোরিয়াল গিনির প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছেন ম্যানুয়েলা রোকা বোটেই। তিনি মধ্য আফ্রিকার দেশটির ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন তিনি। মঙ্গলবার (৩১ জানুয়ারি) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এমন ঘোষণা দেওয়া হয়।

এএফপি’র প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালে দেশের শিক্ষামন্ত্রী হিসেবে সরকারে যোগদান বোটেই ন্যাশনাল ইউনিভার্সিটি অফ ইকুটোরিয়াল গিনির মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভাইস ডিনেরও দায়িত্ব পালন করেন।

রাষ্ট্র প্রধানের ছেলে ভাইস প্রেসিডেন্ট তেওডোরো এনগুয়েমা ওবিয়াং ম্যাঙ্গু এক টুইটার বার্তায় বলেন, ‘ইকুয়েটোরিয়াল গিনিতে প্রথমবারের মতো একজন নারীকে প্রধানমন্ত্রী নিযুক্ত করা হয়েছে।’

তিনি বলেন, ‘এটি দেশে লিঙ্গ সমতার প্রতিশ্রুতির বড় প্রমাণ। অভিনন্দন, ম্যানুয়েলা রোকে বোটেইকে।’

রোকা বোটেই সাবেক প্রধানমন্ত্রী ফ্রান্সিসকো পাসকুয়াল ওবামা আসুয়ের স্থলাভিষিক্ত হলেন যিনি প্রায় আট বছর ধরে এ পদে অধিষ্ঠিত ছিলেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]