14017

12/14/2025 চলচ্চিত্র পরিচালক শফিক হাসান গ্রেপ্তার

চলচ্চিত্র পরিচালক শফিক হাসান গ্রেপ্তার

বিনোদন ডেস্ক

২ ফেব্রুয়ারি ২০২৩ ০৫:৫৩

প্রতারণা মামলায় রাজধানীর বিএফডিসি থেকে চলচ্চিত্র পরিচালক শফিক হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন তেঁজগাও থানার উপপরিদর্শক মো. শাহজাহান।

বুধবার সন্ধ্যায় শাহজাহান সংবাদমাধ্যমকে বলেন, ‘শফিক হাসানের বিরুদ্ধে লেনদেন সংক্রান্ত অভিযোগ ছিল। তাকে প্রতারণা মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

জানা গেছে, ‘ধূমকেতু’ ও ‘স্বপ্ন ছোঁয়া’ নামের সিনেমার প্রযোজক বিদেশে থাকার সুযোগে রুবেল নামের এক ব্যক্তিকে ভুয়া মালিক বানিয়ে দুটি সিনেমার স্বত্ব দুই জায়গায় বিক্রি করেছেন নির্মাতা শফিক হাসান।

পরে বিষয়টি জানাজানি হয়ে গেলে শফিক হাসান টাকা ফেরত দিয়ে দিতে চান। সে টাকাও ফেরত না দিলে টেলিভিশন রাইট কেনা এটিএন বাংলা মামলা করে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]