14392

04/28/2025 যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

আদালত প্রতিবেদক

১৪ ফেব্রুয়ারি ২০২৩ ০১:১৪

রাজধানীর মিরপুরে যৌতুক না দেওয়ায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামী শাহীনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকার নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক বেগম মাফরোজা পারভীন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। পাশাপাশি তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্র পক্ষের আইনজীবী অ্যাডভোকেট রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিন কারাগারে আটক থাকা আসামিকে আদালতে হাজির করা হয়। এরপর তার উপস্থিতিতে আদালত এ রায় ঘোষণা করেন। রায় শেষে তাকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়।

মামলার সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৯ মে যৌতুক না দেওয়ায় স্ত্রী রিভাকে হত্যা করে শাহিন। এ ঘটনায় ভুক্তভোগীর মা সহিদা বেগম বাদী হয়ে মিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন। এ মামলার তদন্ত শেষে ডিবি পুলিশের পরিদর্শক এম এ রাহী আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এরপর ২০২১ সালের ৬ সেপ্টেম্বর অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন।

মামলার বিচার চলাকালে চার্জশিটভুক্ত ২২ সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্যগ্রহণ করে ট্রাইব্যুনাল।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]