14461

05/13/2025 প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের পররাষ্ট্র সচিবের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের পররাষ্ট্র সচিবের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

১৬ ফেব্রুয়ারি ২০২৩ ০৫:৩৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোত্রা। বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে গণভবনে সাক্ষাৎ করেন তিনি। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান জাহিদ তুষার এ তথ্য নিশ্চিত করেছেন।

দ্বিপক্ষীয় সম্পর্কের বিস্তৃত পরিসর নিয়ে আলোচনার ফরেন অফিস কনসালটেশনে (এফওসি) যোগ দিতে ঢাকায় এসেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোত্রা।

নেপাল সফর শেষ করে মঙ্গলবার বিকেলে ঢাকা পৌঁছালে বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]