14542

05/13/2025 পল্টন মোড় থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার

পল্টন মোড় থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

২০ ফেব্রুয়ারি ২০২৩ ০১:৫৩

রাজধানীর পল্টন মোড় থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৭৫ বছর।রোববার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সফিজ উদ্দিন।

তিনি বলেন, নিহত ব্যক্তি পল্টন মোড় এলাকায় বিভিন্ন গাড়িতে মানুষের কাছে সাহায্য-সহায়তা চাইতো। তবে তার পোশাক দেখে ভিক্ষুক বলে মনে হয় না। আজ দুপুরের দিকে পেট্রোল ডিউটি করার সময় খবর পাই রাস্তায় এক অচেতন ব্যক্তি পড়ে আছে।

পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুপুর দেড়টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, আমরা এখনো তার পরিচয় শনাক্ত করতে পারিনি। প্রযুক্তি সহায়তায় তার পরিচয় শনাক্তের চেষ্টা করছি। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]