14690

05/02/2025 হৃতিকের সঙ্গে ‘সুশান্তের যমজ ভাই’

হৃতিকের সঙ্গে ‘সুশান্তের যমজ ভাই’

বিনোদন ডেস্ক

২৪ ফেব্রুয়ারি ২০২৩ ০৪:১৯

হৃতিক রোশনের পাশে দাঁড়িয়ে ছবি তুলছেন সুশান্ত সিং রাজপুত! ২০২২ সালে মুক্তি পাওয়া ‘বিক্রম বেদা’ ছবির শুটিং সেটের দৃশ্য। অথচ সুশান্ত মারা গেছেন তারও দুই বছর আগে। তাহলে কীভাবে সম্ভব? ছবি দেখে রীতিমতো শোরগোল পড়ে গেছে দর্শক মহলে।

‘বিক্রম বেদা’ সিনেমায় হৃতিকের স্টান্টম্যান ছিলেন মনসুর আলি খান নামক এই ব্যক্তি। এই ছবি প্রকাশ্যে আসার পর থেকেই দর্শকের একটাই মন্তব্য, ‘ইনি তো সুশান্তের যমজ ভাই।’

২০২০ সালে সুশান্তের অকাল মৃত্যুর ঘটনা এখনও ভোলেননি কেউই। তার মৃত্যুকে কেন্দ্র করে তৈরি হয়েছিল বিস্তর তর্ক-বিতর্ক। তাও হয়ে গেল প্রায় তিন বছর। কিন্তু সুশান্তের স্মৃতি এখনও তার ভক্তদের মনে টাটকা। তাইতো এমন কোনো ঘটনা ঘটলে বারবার নায়কের স্মৃতিতে ডুব দেন তার অনুরাগীরা।

হৃতিকের সঙ্গে তার স্টান্টম্যানের ছবি দেখে একজন মন্তব্য করেন, ‘এক মুহূর্তের জন্য মনে হয়েছিল হৃতিকের সঙ্গে যেন সুশান্তই দাঁড়িয়ে আছে।’ শুধু চেহারার সঙ্গে নয় আরও এক জায়গায় নায়কের সঙ্গে এই মনসুরের মিল খুঁজে পেয়েছেন সবাই। ‘কেদারনাথ’ ছবিতে সুশান্তের চরিত্রের নাম ছিল ‘মনসুর’।

কয়েক মাস আগে এই ছবিটি পোস্ট করে হৃতিককে জন্মদিনের শুভেচ্ছা জানান মনসুর। তারপর থেকেই ভাইরাল এই ছবি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]