14811

05/09/2025 আবারও করোনায় আক্রান্ত পলক

আবারও করোনায় আক্রান্ত পলক

নাটোর থেকে

২৭ ফেব্রুয়ারি ২০২৩ ২১:৪৭

আবারও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বিষয়টি জানান প্রতিমন্ত্রী।

স্ট্যাটাসে প্রতিমন্ত্রী লেখেন, আজ মন্ত্রিপরিষদ সভা থাকায় গতকাল করোনার নমুনা পরীক্ষা করেছিলাম। নমুনা পরীক্ষায় আমার করোনা পজিটিভ রেজাল্ট এসেছে। বর্তমানে আমি বাসায় আইসোলেশনে আছি। গত কয়েকদিনে আমার সংস্পর্শে যারা ছিলেন তাদের সবাইকে করোনার নমুনা পরীক্ষাসহ স্বাস্থ্যবিধি মেনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি।সবাই আমার জন্য দোয়া করবেন।

উল্লেখ্য, এর আগে গত বছরের জানুয়ারির ৫ তারিখে দুই ছেলেসহ করেনায় আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন পলক।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]