1486

04/25/2025 বিমানের ডানায় হাওয়া খেতে এক নারী

বিমানের ডানায় হাওয়া খেতে এক নারী

আর্ন্তজাতিক ডেস্ক

৪ সেপ্টেম্বর ২০২০ ২০:৫৩

এক অদ্ভুত ঘটনার জন্ম দিলেন ইউক্রেনের এক মহিলা। গরম সহ্য করতে না পেরে বিমানের জরুরি বহির্গমন দরজা খুলে বেরিয়ে পড়েন তিনি। এসময় বিমানের ডানায় অবস্থান নেন ওই আরোহী।

স্থানীয় সময় বুধবার (২ সেপ্টেম্বর) তুরস্ক থেকে ইউক্রেন এয়ারলাইন্সের বিমান বোয়িং ৭৩৭৮৬-এন কিয়েভ আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে নামার পরপরই এ ঘটনা ঘটে। ওই মহিলা বিমানের ভেতরে অসহ্য গরম লাগছে অভিযোগ করে বিমানের আপৎকালীন দরজা খুলে ডানায় উঠে হাঁটাহাঁটি শুরু করেন।

এ ঘটনায় হতবাক হয়ে যান বিমানের কর্মী ও বাকি যাত্রীরা। এসময় বিমানে থাকা ওই মহিলার দুই সন্তানও মায়ের এই কাজে অবাক হয়ে যায়। পরে তাকে নামিয়ে আনা হয় ডানার ওপর থেকে।

এই ঘটনার ভিডিও এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। যেখানে দেখা যাচ্ছে বিমানের ডানায় হেঁটে বেড়াচ্ছেন ওই মহিলা।

ওই মহিলার দাবি, কিছুটা বাতাস খাওয়ার জন্য বিমানের ডানায় উঠে পড়েছিলেন তিনি।
জানা গেছে, এ ঘটনার পর ওই মহিলাকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। যার ফলে বিমানে আর উঠতে পারবেন না তিনি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]