15056

04/30/2025 সাকিবের জোড়া আঘাতে ম্যাচে ফিরল বাংলাদেশ

সাকিবের জোড়া আঘাতে ম্যাচে ফিরল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

৭ মার্চ ২০২৩ ০৪:১৩

বাংলাদেশের দেওয়া ২৪৭ রানের লক্ষ্যে ব্যাট করছে ইংল্যান্ড। শুরু থেকেই ইংলিশ দুই ওপেনার জেসন রয় এবং ফিল সল্ট দেখে শুনেই দলকে এগিয়ে নিচ্ছেন। তবে ইনিংসের নবম ওভারে সল্টকে ৩৫ রানের মাথায় ফিরিয়ে দেন সাকিব আল হাসান।

এরপরই ডেভিড মালানকে ফেরান পেসার এবাদত হোসেন। ব্যক্তিগত কোনো রান না করেই প্যাভিলিয়নের পথ ধরেন এই টপ অর্ডার ব্যাটার।

পরের ওভারে বোলিংয়ে এসে আবারও আঘাত হানেন সাকিব। এবার তার শিকার ১৯ রান করা জেসন রয়।

এই মুহূর্তে ইংলিশদের সংগ্রহ ১১ ওভার শেষে ৫৬ রান ৩ উইকেট হারিয়ে। এর আগে দিনের শুরুতে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করতে নামে বাংলাদেশ দল।

তবে শুরুটা মোটেও ভালো ছিল না টাইগারদের। লিটন দাস-তামিম ইকবালরা পাননি বড় রানের দেখা।

তবে নাজমুল হোসেন শান্ত-সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিমের অর্ধশতকে ভর করে বাংলাদেশ দল সংগ্রহ করে ২৪৬ রান সবকটি উইকেট হারিয়ে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]