15117

05/13/2025 কক্সবাজারে অনুষ্ঠিত হবে বাৎসরিক মিসাইল ফায়ারিং

কক্সবাজারে অনুষ্ঠিত হবে বাৎসরিক মিসাইল ফায়ারিং

নিজস্ব প্রতিবেদক

১০ মার্চ ২০২৩ ০১:০২

কক্সবাজারের মোনাখালি এডি ফায়ার রেঞ্জে অনুষ্ঠিত হবে বাৎসরিক সার্পেস টু এয়ার মিসাইল ফায়ারিং।

বৃহস্পতিবার (৯ মার্চ) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, আগামী ১৫-২১ মার্চ পর্যন্ত কক্সবাজারের মোনাখিল এমডি ফায়ারিং রেঞ্জে বাৎসরিক সার্পেস টু এয়ার মিসাইল ফায়ারিং অনুষ্ঠিত হবে।

প্রতিদিন সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ফায়ারিং অনুষ্ঠিত হবে। ফায়ারিং চলাকালে ফায়ারিং রেঞ্জ এলাকায় জনসাধারণ, জেলে, নৌযান ও বিমানকে বা অন্য কোনো গৃহপালিত প্রাণীর প্রবেশ নিরুৎসাহিত করা হলো।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]