15149

05/13/2025 স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও এক প্রতিষ্ঠান

স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও এক প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক

১০ মার্চ ২০২৩ ০৮:০০

জাতীয় পর্যায়ে ‘গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ’ অবদানের স্বীকৃতি হিসেবে ৯ বিশিষ্ট ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার-২০২৩ এর জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে।
 
বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাইদ মাহবুব খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করা হয়েছে।
 
পুরস্কার প্রাপ্তরা হলেন- বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) সামছুল আলম, মরহুম লেফটেন্যান্ট এজি মোহাম্মদ খুরশীদ, শহিদ খাজা নিজামউদ্দিন ভূঁইয়া, মোফাজ্জল হোসেন চৌধুরী (মায়া) বীর বিক্রম, মরহুম ড. মোহাম্মদ মঈনুদ্দিন আহমেদ (সেলিম আল দীন), পবিত্র মোহন দে, এ এস এম রফিকুল হাসান, বেগম নাদিরা জাহান (সুরমা জাদিহ), ড. ফেরদৌসী কাদরী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]