1524

04/25/2025 ২৫ ট্রাক অবৈধ পলিথিন জব্দ, আটক ১০

২৫ ট্রাক অবৈধ পলিথিন জব্দ, আটক ১০

নিজস্ব প্রতিবেদক

৬ সেপ্টেম্বর ২০২০ ১৮:৩২

রাজধানীর সোয়ারিঘাট এলাকায় অভিযান চালিয়ে ২৫ ট্রাক অবৈধ পলিথিন ও পলিথিন তৈরির কাঁচামাল জব্দ করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

আজ রবিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সোয়ারিঘাটের ৩০ দেবীদাসঘাট লেন পুলিশ বক্সের ঢালে অভিযান চলাকালে এসব অবৈধ পলিথিন উদ্ধার করা হয়। অভিযানের নেতৃত্ব দিচ্ছেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।

পলাশ কুমার বসু বলেন, অভিযানে এখন পর্যন্ত ২৫ ট্রাক অবৈধ পলিথিন ও পলিথিন তৈরির কাঁচামাল জব্দ করা হয়েছে। এসময় এসব অবৈধ পলিথিন কারখানায় তৈরি ও মজুদ রাখার দায়ে ১০ জনকে আটক করা হয়েছে। অভিযান এখনো চলছে। শেষ হলে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]