15274

05/13/2025 বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি করতে নতুন আইন

বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি করতে নতুন আইন

নিজস্ব প্রতিবেদক

১৩ মার্চ ২০২৩ ২৩:৩৪

বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি গঠন করতে 'বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি' আইন ২০২৩-এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, এখন সিপিটিইউ (সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট) আছে, একটি ইউনিট হিসেবে। এই ইউনিটটি পরিবর্তন হয়ে অথরিটি হবে। এখন একটা আলাদা অফিস হবে। সিপিটিইউ গণখাতে পাবলিক সেক্টরের ক্রয়ের ক্ষেত্রে আইন, বিধি প্রণয়ন করে। আমাদের টেকনিক্যাল সাপোর্ট দেয়, পরামর্শ দেয়। অথরিটিও এই কাজগুলো অব্যাহত রাখবে।

তিনি বলেন, প্রাথমিকভাবে অথরিটির অফিস ঢাকা কেন্দ্রিক হবে। প্রয়োজন হলে তারা ঢাকার বাহিরে অফিস করতে পারবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]