1540

04/25/2025 কোয়ারেন্টিনে একসঙ্গে থাকায় বডিগার্ডের সঙ্গে প্রেম!

কোয়ারেন্টিনে একসঙ্গে থাকায় বডিগার্ডের সঙ্গে প্রেম!

আর্ন্তজাতিক ডেস্ক

৭ সেপ্টেম্বর ২০২০ ১৮:৩৩

প্রেমে পড়তে জুড়ি নেই পামেলা অ্যান্ডারসনের। জীবনে কতবার সম্পর্ক ভেঙেছেন, ফের নতুন সম্পর্ক গড়েছেন ইয়ত্তা নেই। ৫৩ বছর বয়সী পামেলা এবার প্রেমে পড়েছেন তারই ব্যক্তিগত এক বডিগার্ডের। ৪০ বছর বয়সী সেই বডিগার্ড দুই বছর ধরে মডেল-অভিনেত্রীর জন্য পূর্ণকালীন নিরাপত্তার দায়িত্ব পালন করেন। তবে পামেলার প্রেমিকের নাম বা ছবি প্রকাশ করেনি পশ্চিমা গণমাধ্যম।

জানা গেছে, মার্চ থেকে শুরু হওয়া লকডাউনের পরই একসঙ্গে কোয়ারেন্টিনে ছিলেন পামেলা ও সেই দেহরক্ষী। এভাবেই দুজন সম্পর্কে জড়িয়েছেন। অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্র আরো জানায়, নতুন প্রেম নিয়ে ভীষণ সিরিয়াস পামেলা বিয়ের কথাও ভাবছেন।

এর আগে আরো চারবার বিয়ে করেছিলেন, যার সব শেষটি হয়েছিল জন পিটার্সের সঙ্গে। এ বছরের শুরুতে হওয়া বিয়েটি টিকেছিল মোটে ১২ দিন। যদিও এক টুইটে পামেলা জানিয়েছেন, জনের সঙ্গে আনুষ্ঠানিকভাবে তাঁর বিয়ে হয়নি। তাঁদের সম্পর্কটা ছিল শুধু ‘অদ্ভুত এক লাঞ্চ’।

 

 

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]