15540

05/05/2025 স্পেনে ভয়াবহ দাবানল, গৃহপালিত পশু রেখেই সরে গেলেন মানুষজন

স্পেনে ভয়াবহ দাবানল, গৃহপালিত পশু রেখেই সরে গেলেন মানুষজন

আন্তর্জাতিক ডেস্ক

২৬ মার্চ ২০২৩ ১৯:২৮

ইউরোপের দেশ স্পেনে দাবানলে অন্তত ৯ হাজার একর বন পুড়ে গেছে। এছাড়া ১ হাজার ৭০০ গ্রামবাসী তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে।

বাড়ি থেকে পালিয়ে আসা কিছু লোক রয়টার্সকে বলেছে যে তারা তাদের পোষা প্রাণীকে পিছনে ফেলে যেতে বাধ্য হয়েছিল।

আন্তোনিও জারজোসো, ২৪ বছর বয়সী যুবক বলেন, 'খারাপ, আমি কীভাবে বাঁচব? তোমার শহর জ্বলছে। তোমার জীবনে আগুন জ্বলছে। আমাদের পশুরা সেখানে ছিল। কিন্তু কেউ কিছু বলতে পারছে না।

শনিবার ভিলানুয়েভা দে বিভার গ্রামের কাছে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫০০ জন সদস্য একসঙ্গে কাজ করেছেন। ২০টি বিমান তাদের সাথে যোগ দেয়। আগুনের তীব্রতায় ওই গ্রামের ১ হাজার ৫০০ বাসিন্দাকে সরে যেতে হয়েছে।

এ ছাড়া আরাগন অঞ্চলের টেরুল এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে যে ওই এলাকা থেকে ২০০ জনকে সরিয়ে নিতে হয়েছে। তবে সৌভাগ্যবশত অন্য এলাকায় ছড়িয়ে পড়ার আগেই দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

লস কুলপেস অঞ্চলের বাসিন্দা মন্টেস বোরোনাট রয়টার্সকে বলেছেন, "আগুন আশেপাশের জঙ্গলে পৌঁছেছে।" এই এলাকার পরিস্থিতি আমরা জানি না।

ভ্যালেন্সিয়া প্রদেশের প্রেসিডেন্ট জিমো পুইগ সাংবাদিকদের বলেন, বর্তমান অস্বাভাবিক তাপমাত্রার কারণে আগুন আরও বেড়েছে।

এদিকে লাস প্রভিন্সিয়াস নামে একটি স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে যে পুলিশ বিশ্বাস করে যে একটি গাছ ছাঁটা মেশিনের আগুন থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

ইউরোপের বেশিরভাগ দেশই গত বছর ভয়াবহ দাবানলে পুড়ে গেছে। এই শীতটাও ছিল অস্বাভাবিক শুষ্ক। এ কারণে গত বছরের মতো ইউরোপও আগুনের কবলে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]