15606

05/05/2025 সৌদি আরবে বাস দুর্ঘটনায় ২০ ওমরাহযাত্রী নিহত

সৌদি আরবে বাস দুর্ঘটনায় ২০ ওমরাহযাত্রী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

২৮ মার্চ ২০২৩ ১৭:০৯

সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমে একটি ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত ২০ ওমরাহযাত্রী নিহত এবং ২৯ জন আহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। খবর গাল্ফ নিউজের।

সোমবার যাত্রীবাহী বাসটি একটি সেতুতে বিধ্বস্ত হয়ে উল্টে যায় এবং আগুন ধরে যায়।

আসির প্রদেশ এবং আভা শহরের সঙ্গে সংযোগকারী একটি সড়কে ব্রেক ফেল করার ফলে দুর্ঘটনাটি ঘটে। নিহতরা ওমরাহ পালন করতে মক্কা যাচ্ছিলেন।

দুর্ঘটনার পর সৌদি বেসামরিক প্রতিরক্ষা এবং রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষের দল ঘটনাস্থলে ছুটে যায় এবং এলাকাটি ঘিরে ফেলে।

নিহত ও আহতদের নিকটবর্তী হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানা গেছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]