1567

04/25/2025 এবার টাইগার শ্রফ হচ্ছেন বক্সার 

এবার টাইগার শ্রফ হচ্ছেন বক্সার 

বিনোদন ডেস্ক

৮ সেপ্টেম্বর ২০২০ ২১:৪৭

টাইগার শ্রফের জনপ্রিয়তা নিয়ে আলাদ করে বলার কিছু নেই। তার রোমাঞ্চকর অ্যাকশন মন জয় করে নিয়েছে লাখো ভক্তের। দিনের পর দিন নিজেকে করে তুলছেন আরও পরিণত। দিন কয়েক আগেই ‘হিরোপান্তি ২’ এবং ‘র্যাম্বো’ সিনেমার জন্য নাম লিখিয়েছেন ‘ওয়ার’খ্যাত এই অভিনেতা।

এবার তার সঙ্গে যুক্ত হলো আরও একটি নাম। পরিচালক বিকাশ বাহলের সঙ্গে ‘গনপত’ নামের একটি ছবিতে দেখা যাবে তাকে।

মুম্বই মিরর তাদের এক প্রতিবেদনে জানায়, টাইগার শ্রফ ‘গনপত’ ছবিতে একজন বক্সারের ভূমিকায় অভিনয় করবেন। সিনেমাটি মূলত মুম্বাইয়ের একটি স্পোর্টস ড্রামাকে কেন্দ্র করে। পরিচালক বিকাশ এখনো স্ক্রিপ্টের কাজ করে যাচ্ছেন।

পত্রিকাটিকে দেওয়া এক সাক্ষাৎকারে বিকাশ জানান, ‘সিনেমাটি কয়েকটি সিক্যুয়েল হিসেবে আসবে। তাই স্ক্রিপ্টের উপর একটু বাড়তি জোর দেওয়া হচ্ছে। আমি অনেকদিন আগেই টাইগারকে স্ক্রিপ্টটি বর্ণনা করেছিলাম। তখন তাত্ক্ষণিকভাবেই তার উত্তর ‘হ্যাঁ’ ছিল। গল্প অনুযায়ী টাইগারের চেয়ে ভালো কাউকে আমি দেখছি না এই ছবির জন্য।’

টাইগার শ্রফ ইতিমধ্যে ছবিটির জন্য প্রস্তুতি শুরু করেছেন বলেও জানা গেছে। তিনি তার বক্সিং দক্ষতা নিয়েও কাজ করছেন। কারণ ছবিটিতে অনেকগুলো রিং সিকোয়েন্স থাকবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]