15767

05/14/2025 পরমাণু শক্তি কর্তৃপক্ষের সদস্য হলেন ড. আজিজুল

পরমাণু শক্তি কর্তৃপক্ষের সদস্য হলেন ড. আজিজুল

নিজস্ব প্রতিবেদক

৩ এপ্রিল ২০২৩ ২২:৫০

বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন অবসরোত্তর ছুটিতে (পিআরএল) থাকা বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাবেক চেয়ারম্যান ড. এম আজিজুল হক।

সোমবার (০৩ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, পিআরএলে থাকা বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাবেক চেয়ারম্যান ড. এম আজিজুল হককে তার অভোগকৃত অবসর-উত্তর ছুটি ও তদসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ধারা-৬ ও ৭ অনুযায়ী যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছর মেয়াদে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য পদে চুক্তিভিত্তিক নিয়োগ করা হলো।

এই চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]