15804

04/28/2025 কোথাও কোথাও এখনো জ্বলছে আগুন

কোথাও কোথাও এখনো জ্বলছে আগুন

নিজস্ব প্রতিবেদক

৪ এপ্রিল ২০২৩ ২২:১৮

রাজধানীর বঙ্গবাজার অগ্নিকাণ্ডের প্রায় দশ ঘণ্টা পার হলেও এখনো কিছু জায়গায় আগুন দেখা গেছে। বিশেষ করে কাপড় মার্কেটের ধ্বংসাবশেষের বিভিন্ন স্থানে আগুন এখনো জ্বলছে।

এছাড়া এনেক্সকো ভবনের পূর্ব দিকে আগুনের তীব্রতা এখনো চোখে পড়ার মতো। তবে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীরা পানি ছিটানো অব্যাহত রেখেছেন।

মঙ্গলবার (৪ এপ্রিল) বিকাল সাড়ে তিনটার দিকে সরেজমিনে দেখা যায়, পুড়ে যাওয়া মার্কেটের ভেতরের বিভিন্ন স্থানে এখনো আগুন জ্বলছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিস।

তবে ফায়ার সার্ভিস কর্মকর্তারা দাবি করছেন, আগুন পুরোপুরি নেভানো না গেলেও নিয়ন্ত্রণ করা গেছে।

এদিকে অগ্নিকাণ্ডে বঙ্গবাজারের টিনশেড মার্কেটটি ধ্বংস্তুপে পরিণত হয়েছে। আর এনেক্স ভবনটিকে যেন চেনার উপায় নেই। তীব্রতা কমে গেলেও দেখা যাচ্ছে আগুন। আগুন নেভাতে ঘটনাস্থলের উভয় দিক দিয়ে কাজ করছে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট। পাশাপাশি সার্বক্ষণিক পানির যোগান দিচ্ছে ঢাকা ওয়াসা।

ফায়ার সার্ভিস কর্মী সিদ্দিক ঢাকা পোস্টকে বলেন, ভেতরে এখনো কিছু জায়গায় আগুন জ্বলছে। সেগুলো নেভানোর জন্য আমরা পানি ছিটিয়ে যাচ্ছি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]