15815

05/14/2025 মূল্য তালিকা না থাকায় জরিমানা ১৭ হাজার

মূল্য তালিকা না থাকায় জরিমানা ১৭ হাজার

নিজস্ব প্রতিবেদক

৫ এপ্রিল ২০২৩ ০১:৫৫

চট্টগ্রাম নগরের চৌমুহনী মোড়ের কর্ণফুলী সিডিএ মার্কেটে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। এসময় মূল্য তালিকা না থাকায় দুটি মুদি দোকান ও দুটি মুরগির দোকানকে মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।

একইসঙ্গে অননুমোদিত কসমেটিকস সামগ্রী বিক্রি করায় এবি স্টোর নামে একটি দোকানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (৪ এপ্রিল) আগ্রাবাদ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী বলেন, রমজানে বাজার দর স্থিতিশীল রাখতে জেলা প্রশাসকের নির্দেশনায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আজকেও (মঙ্গলবার) নানা অনিয়মের দায়ে পাঁচ দোকানিকে জরিমানা করা হয়েছে।

অভিযানে চট্টগ্রাম নগর পুলিশ ও ক্যাবের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]