15831

05/14/2025 কানাডার প্রধান বিচারপতির সঙ্গে বাংলাদেশি দূতের সাক্ষাৎ

কানাডার প্রধান বিচারপতির সঙ্গে বাংলাদেশি দূতের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

৫ এপ্রিল ২০২৩ ১৯:০৩

কানাডার প্রধান বিচারপতি রিচার্ড ওয়াগনারের সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. খলিলুর রহমান।

বুধবার (৫ এপ্রিল) হাইকমিশনার খলিলুর রহমান এক টুইট বার্তায় কানাডার প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতের তথ্য জানান।

হাইকমিশনার টুইটে লিখেছেন, আমরা দুই দেশের বিচার বিভাগের মধ্যে সহযোগিতা নিয়ে আলোচনা করেছি। এছাড়া দুই দেশের অন্যান্য ইস্যু নিয়েও আলোচনা হয়েছে।

রিচার্ড ওয়াগনার প্রশাসক থাকাকালে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে তার কাছে পরিচয়পত্র পেশ করার কথা স্মরণ করেন খলিলুর রহমান।

উল্লেখ্য, ২০২০ সালের আগস্টে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও কানাডা অনুবিভাগের প্রধান সমন্বয়ক দায়িত্ব পালনকালে খলিলুর রহমানকে কানাডায় বাংলাদেশের নতুন হাইকমিশনার করার সিদ্ধান্ত নেয় সরকার।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]