15848

05/14/2025 ‘বঙ্গবাজারে আগুনের ঘটনায় কোনো সংস্থার অবহেলা থাকলে ব্যবস্থা’

‘বঙ্গবাজারে আগুনের ঘটনায় কোনো সংস্থার অবহেলা থাকলে ব্যবস্থা’

নিজস্ব প্রতিবেদক

৫ এপ্রিল ২০২৩ ২৩:৩২

বঙ্গবাজারে আগুনের ঘটনায় কোনো সংস্থার অবহেলা থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার (৫ এপ্রিল) বিকেলে পুলিশ সদরদপ্তরের সামনে অনানুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

আসাদুজ্জামান খান কামাল বলেন, বঙ্গবাজারের আগুনের ঘটনায় কোনো সংস্থার যদি অবহেলা থাকে তবে তা তদন্ত কমিটির মূল্যায়নে উঠে আসবে। কমিটির মূল্যায়ন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তাদের বিচার হবে। ‌

এ জন্য সবাইকে ধৈর্য ধারণ করতে হবে।রাজধানীর ঝুঁকিপূর্ণ ভবনগুলোর ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, ঝুঁকিপূর্ণ মার্কেট অপসারণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ নয়, এই কাজটি করে রাজউক ও সিটি কর্পোরেশন।

তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে রাজধানীর অনেক ভবনকে এরই মধ্যে ঝুঁকিপূর্ণ উল্লেখ করে নোটিশ পাঠানো হয়েছিল। এসব ভবনের মধ্যে এ মার্কেটও একটি। যারা বিভিন্ন ঝুঁকিপূর্ণ মার্কেটে ব্যবসা করছেন তাদের সেসব স্থান থেকে সরে যাওয়ার আহ্বান জানাই।

ফায়ার সার্ভিস সদরদপ্তরে হামলার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, হামলার ঘটনায় অবশ্যই ফায়ার সার্ভিসের পক্ষ থেকে একটি মামলা হবে। মামলা হলে তারপর আমরা দেখব।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]